সিতাইয়ে লক্ষাধিক ভোটে জয় তৃণমূল প্রার্থীর
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার - উত্তরবঙ্গেও উড়ছে তৃণমূলের পতাকা। লক্ষাধিক ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী। তারপরেই উৎসবে মেতেছে তৃণমূল শিবির।
কোচবিহারের সিতাইয়ে জয়ের ধারা বজায় রাখল তৃণমূল। সিতাইয়ে তেরো রাউন্ড গননা শেষে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় পান ১ লক্ষ ৬৫ হাজার ৯৮৪ ভোট। অন্যদিকে, বিজেপি প্রার্থী দীপককুমার রায় পেয়েছেন মাত্র ৩৫ হাজার ৩৪৮ ভোট। অর্থাৎ
বিধানসভায় ১ লক্ষ ৩০ হাজার ১৫৬ ভোটে জিতলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার স্ত্রী সঙ্গীতা রায়।
শনিবার জয়ের পর সঙ্গীতা রায় বলেন, "সকলকে ধন্যবাদ আমায় এত ভোটে জেতানোর জন্যে। এই জয় মা মাটি মানুষের। বাংলার মা বোনেরা বাংলার উন্নয়নের জন্যে আজ ভোট দিয়েছে।"
সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, "এই ফল একদম প্রত্যাশিত। আমরা ভেবেছিলাম ১ লক্ষ ২০ ভোট। বাড়তি ১০ হাজার অপ্রত্যাশিত। সাধারণ মানুষকে অভিনন্দন। "