শনিবার থেকে নিম্নচাপ দক্ষিণবঙ্গে, ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। তবে বৃষ্টি হবার সম্ভাবনা নেই কোনো জেলায়। তবে নিম্নচাপের জেরে নতুন করে তাপমাত্রার পারদ নামবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আন্দামান নিকবার দ্বীপপুঞ্জের কাছে বঙ্গপাসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। সেই নিম্নচাপ পরে গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে বলে জানানও হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে। তবে দক্ষিণ বঙ্গোপসাগরে এই সিস্টেমের কোনও প্রভাব সরাসরি পড়ছে না বাংলায়। কিন্তু বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ যার কারণে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। বেলা বাড়লে আবহাওয়া পরিষ্কার হবে। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী ৪-৫ দিন ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে কলকাতার তাপমাত্রা।
শুক্রবার মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। শনিবার সকালের দিকে কুয়াশা থাকতে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে মনোরম আবহাওয়া। তবে ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গেও।শুক্রবার দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং শনিবার থেকে জলপাইগুড়ি ও কোচবিহারেও হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে।