ধীরে ধীরে নামবে পারদ, ডিসেম্বরেও বৃষ্টি দক্ষিণবঙ্গে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ডিসেম্বর মাস পড়ে গেছে তবে এখনও জাঁকিয়ে শীত পড়েনি শহরে। নিম্নচাপের জেরে দু এক পশলা বৃষ্টিও হচ্ছে শহরে। তবে এবার নিম্নচাপ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। যার জেরে দক্ষিণবঙ্গে আবার নতুন করে পারদপতনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর।
চলতি সপ্তাহের শেষের দিকেই পারদ নামতে পারে কলকাতায়। সেই সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঠান্ডা পড়বে। সোমবার সকাল থেকেই কলকাতা শহরে মেঘলা আকাশ। আজ শহর কলকাতায় হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আগামী ৯ ডিসেম্বরের পর কলকাতা শহরে ১৫ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে তাপমাত্রা।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর , বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় কুয়াশার প্রভাব বেশি থাকবে। আকাশ মেঘলা থাকায় পশ্চিমের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। ফলে শীত আমেজে ব্যাঘাত সৃষ্টি করেছে ফেনজাল। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর , বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় কুয়াশার প্রভাব বেশি থাকবে।
তবে উত্তরবঙ্গে শীতের আমেজ বর্তমান। উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার প্রভাব থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার প্রভাব কাটবে।