নামছে পারদ, শহরে পড়বে জাঁকিয়ে শীত
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ডিসেম্বরের শুরুতেও বৃষ্টি রাজ্যে। ঘূর্ণিঝড়ের প্রভাবে গত সপ্তাহে বাংলার বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হওয়ার সঙ্গে তাপমাত্রাও বেড়েছিল। তবে খুব তারাতারি নামবে পারদ। জেলায় জেলায় পড়বে জাঁকিয়ে শীত।
আবহাওয়া দফতর সূত্রে খবর, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহান্তে তাপমাত্রা ধীরে ধীরে নামতে শুরু করবে। আগামী সপ্তাহে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীত আরও জাঁকিয়ে পড়তে পারে।দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পুরো রাজ্য জুড়েই আবহাওয়া শুষ্ক থাকবে। সকালের দিকে কুয়াশার প্রভাব বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমে।
তবে উত্তরবঙ্গে ডিসেম্বরের শুরুতেই শীত পড়েছে জমিয়ে। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় সকালের দিকে কুয়াশা প্রভাব বেশি থাকবে। যার কারণে দৃশ্যমান্যতা কমবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার প্রভাব কমবে।