টয়লেট ফ্লপ ছবি! কটাক্ষ জয়ার, পাল্টা তোপ অক্ষয়ের
নিজস্ব প্রতিনিধি, মুম্বই - ২০১৭-এ মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার ও ভূমি পেড়নেকর অভিনীত ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবি। সেই ছবিকে গতমাসে তীব্র আক্রমণ করেছিলেন রাজ্যসভার সাংসদ তথা বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। এবার তাঁর মন্তব্যের তীব্র প্রতিবাদ করলেন অক্ষয় কুমার।
অক্ষয় কুমার বলেন, “আমার মনে হয় না ‘টয়লেট: এক প্রেম কথা’র মতো ছবির কেউ সমালোচনা করতে পারেন। তাও যদি কেউ সমালোচনা করে থাকেন সেই সমালোচক কোনও মূর্খই হবেন নিশ্চয়। আমার মনে হয় না ‘টয়লেট: এক প্রেম কথা’র মতো ছবির কেউ সমালোচনা করতে পারেন। তাও যদি কেউ সমালোচনা করে থাকেন সেই সমালোচক কোনও মূর্খই হবেন নিশ্চয়।“
অভিনেতা আরও বলেন, “আপনারাই বলুন না, আমি তো ‘টয়লেট: এক প্রেম কথা’র পাশাপাশি ‘এয়ারলিফ্ট’, ‘প্যাডম্যান’, ‘কেশরী’-এর মতো ছবি বানিয়েছি। এখন ‘কেশরী ২’ আসছে। এই ছবিগুলো আমি মন থেকে বানিয়েছি। এগুলো শুধুমাত্র ছবি নয়। এর মাধ্যমে আমি মানুষকে কিছু জিনিস জানাতে, বোঝাতে চেয়েছি, তাদের সচেতন করতে চেয়েছি। তাই আমার মনে হয় না কেউ এইসব ছবির সমালোচনা করতে পারেন।“
গতমাসে জয়া বলেছিলেন, “ছবিটার নাম দেখুন। যে ছবির এমন নাম, সেই ছবি আমি কখনওই দেখতে যাব না। এটা একটা নাম হল? আপনাদের মধ্যে কতজন এমন বিশ্রী নামের ছবি দেখতে যাবেন? বিষয়টা সত্যিই খুব দুঃখজনক। এটা একেবারেই একটা অসফল ছবি।“