ধেয়ে আসছে ফেঙ্গল, উপকূলের রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - ধীরে ধীরে নামছে পারদ। শহরে হালকা শীতের আমেজ ।এর মাঝেই ঘাড়ে নিশ্বাস ফেলছে নিম্নচাপ। বঙ্গোপসাগর তৈরি নিম্নচাপ বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ও পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরের উপর যে অতি গভীর নিম্নচাপটি তৈরি হয়েছিল, তা ইতিমধ্যেই শক্তি বাড়িয়েছে। শীঘ্রই এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। যা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন। পরবর্তী ২ দিনের মধ্যে এটি শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকবে। সৌদি আরব এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে 'ফেঙ্গল'।
অতি গভীর নিম্নচাপটি ত্রিনকোমালির প্রায় ১৯০ কিমি দক্ষিণপূর্বে, নাগাপট্টিনাম থেকে ৪৭০ কিমি দক্ষিণপূর্বে, পুদুচেরির ৫৮০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে ও চেন্নাইয়ের ৬৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে। গত ৬ ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে সরছে।