গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - সবজি বোঝাই গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ট্রাকের। দুর্ঘটনায় মৃত ৩। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি থানা এলাকার জাতীয় সড়কে। ঠিক কি কারণে এই দুর্ঘটনা হল সে বিষয়ে খতিয়ে দেখছে ময়নাগুড়ি থানার পুলিশ।
সূত্রের খবর, উত্তর দিনাজপুরের কানকি থেকে ধূপগুড়ির দিকে আসছিল সবজি বোঝাই গাড়ি। মঙ্গলবার সকালে ময়নাগুড়ি থানা এলাকার জাতীয় সড়কে ইন্দিরা মোড়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে সবজি বোঝাই গাড়িটির। দুর্ঘটনার আওয়াজ শুনে ছুটে আসে এলাকাবাসীরা। গাড়ির ভিতরে থাকা আহতদের গাড়ি থেকে বার করে স্থানীয়রা।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ময়নাগুড়ি থানার পুলিশ। আহতদের উদ্ধার করে ময়নাগুড়ি হাসপাতালে। সেখানে তিন জনকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক। মৃতদের মধ্যে আছেন গাড়ির চালক পবিত্র পাহান, আমিন টুডু ও অগাস্টিন বেসরা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মর্গে পাঠানো হয়েছে।