News details

image

Rabi Mondal / 26 November, 2024

সীমান্তে দাঁড়িয়ে সারি সারি লরি, দুদিন ক্ষতি প্রায় ৮ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর - হিলির বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে পণ্যবাহী লরি। সমস্যার কারণে বন্ধ ব্যবসা। দুদিন ক্ষতি প্রায় ৮ কোটি টাকা।

 

সূত্রের খবর, ক্রমশই নাগালের বাইরে চলে যাচ্ছে আলু-পেঁয়াজের দাম। তার মাঝেই হঠাৎ করে রবিবার থেকে দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে আলু ও পেঁয়াজ রফতানির ক্ষেত্রে অনলাইন 'সুবিধা' পোর্টাল বুকিং বন্ধ হয়ে গেছে। যার কারণে বিপুল সমস্যায় পড়েছেন ট্রাক মালিকরা। গত দুই দিনে প্রায় ৮ কোটি টাকার রাজস্ব ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। 

 

এই বিষয়ে শুল্ক দফতরের আধিকারিক জানান "হঠাৎ করে বুকিং বন্ধ হয়ে যাওয়ায় রফতানির গাড়ি কমেছে। রবিবার যেখানে ১৬০টি গাড়ি বাংলাদেশে গিয়েছিল, সোমবার সারাদিনে সেখানে মাত্র ৪৩টি গাড়ি ওপারে গিয়েছিল। আর আজ দুপুর ১টা পর্যন্ত মাত্র দুটি পণ্যবাহী গাড়ি ওপারে গেছে । এরকম চললে ব্যবসায়ীরা ১৬ থেকে ২০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হবেন। মূলত 'সুবিধা' পোর্টালের সমস্যার কারণে স্লট বুকিং হচ্ছে না। যার জন্যে এই ক্ষতি। দ্রুত এই সমস্যা ঠিক করার চেষ্টা চলছে। "