News details

image

Rabi Mondal / 19 November, 2024

ফের ট্রেন দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, ঝাড়খণ্ড - ফের বড়ো ট্রেন দুর্ঘটনা। এবার ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের জসিডি ও শঙ্করপুরের মাঝে। তবে হতাহতের কোনো খবর নেই।

 

সূত্রের খবর, মঙ্গলবার ঝাড়খণ্ডে রেলের মধুপুর-জসিডি সেকশনের রোহিনী রেলগেটের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ঝাঁঝা-আসানসোল ইএমইউ। ওই এলাকার রেলগেট খোলা থাকায় একটি ট্রাক প্রচণ্ড গতিতে এসে সোজা ধাক্কা মারে ঝাঁঝা-আসানসোল ইএমইউ যাত্রিবাহী ট্রেনকে। যার ফলে ঘটে দুর্ঘটনাটি। ট্রেনটির গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। তবে ট্রাকটির ব্যাপক ক্ষতি হয়েছে।

 

রেললাইন থেকে ক্ষতিগ্রস্ত ট্রাকটিকে সরানোর কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। ঝাঝা-আসানসোল ইএমইউ যাত্রীরাও আটকে পড়েন। রেলপথ থেকে ক্ষতিগ্রস্ত ধ্বংসাবশেষ সরানোর পর রেল চলাচল স্বাভাবিক হবেl আপাতত এই দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই।