News details

image

Rabi Mondal / 08 December, 2024

নন্দীগ্রামে সমবায় ভোট ঘিরে উত্তেজনা, বচসা তৃণমূল ও বিজেপির

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - নন্দীগ্রামে ভোট মানেই উত্তেজনা। এবার সমবায় ভোট নিয়ে উত্তেজনা শাসকদলের সঙ্গে গেরুয়া শিবিরের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

সূত্রের খবর, রবিবার নন্দীগ্রামের ২ টি কেন্দ্রে সমবায় ভোট।এদিন কাঞ্চননগর হাই স্কুলে ভোট হচ্ছে তমলুক কোঅপারেটিভ অ্যান্ড এগ্রিকালচার ব্যাঙ্কের। এখানে বুথ গঠন করা নিয়ে প্রথমে বচসা বাঁধে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে। সেখান থেকেই শুরু হয় হাতাহাতি দু পক্ষের। তারপর শুরু হয় বোমাবাজি। ধোঁয়ায় ঢাকে চারিদিক। ঝামেলায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে অতিরিক্ত পুলিশ বাহিনী। তবে পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয় তাঁদের। বর্তমানে পরিস্থিতি কিছুটা হাতের মধ্যে এলেও ভোট কেন্দ্রে এই ঝামেলা ঘিরে অত্যন্ত উত্তপ্ত।

এই এক দৃশ্য দেখা গেল কাঁথির সমবায় ভোটে। এখানেও বুথ গঠন নিয়ে বচসা শুরু হয় তৃণমূল বিজেপির। সেখান থেকে মারপিট হয় দু দলের। যদিও বর্তমানে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।