News details

image

Rabi Mondal / 09 December, 2024

তৃণমূল নেতা খুন, সমবায় ভোট ঘিরে উত্তপ্ত নন্দীগ্রাম

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর - সমবায় ভোট ঘিরে উত্তপ্ত নন্দীগ্রাম। রবিবার এক তৃণমূল কর্মী খুন হন। এই অভিযোগে কাঠগড়ায় বিজেপি। এই ঘটনায় সোমবার নন্দীগ্রাম বন্ধের ডাক দিল তৃণমূল। সকাল থেকে নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের কর্মীরা।

 সূত্রের খবর, রবিবার নন্দীগ্রামে সমবায় ব্যাঙ্কের নির্বাচন শেষ করে বাড়ি যাওয়ার সময় নন্দীগ্রামের কালীচরণপুরের বুথ সভাপতি গুরুপদ মণ্ডল ও তাঁর ভাই বিষ্ণুপদ মণ্ডলকে ঘেরাও করে দুষ্কৃতীরা। ভোজালি দিয়ে কোপানো হয় বিষ্ণুপদকে। বেধড়ক মারধর করা হয় গুরুপদ মণ্ডলকেও। এরপর গুরুতর জখম অবস্থায় তাঁকে তড়িঘড়ি নন্দীগ্রাম হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তমলুক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গভীর রাতে মারা যায় বিষ্ণুপদ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি গুরুপদ মণ্ডল।

 এই মৃত্যুর প্রতিবাদে সোমবার সকালে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে তৃণমূল। নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়া, সোনাচূড়া, হাজরাকাটাসহ বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে তৃণমূল কর্মীরা। তৃণমূল কর্মীদের দাবি এই খুন করেছে বিজেপি সমর্থকরা। তাদের শাস্তির দাবি জানিয়ে উত্তাল নন্দীগ্রাম। 

 এ বিষয়ে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহসভাপতি শেখ আল রাজি জানিয়েছেন,"সামান্য সমবায় ব্যাংকে শাখায় জয়ী হয়ে বিজেপির কর্মীরা ক্ষমতা জাহির করতে নন্দীগ্রামে বিভিন্ন জায়গায় তাণ্ডব শুরু করেছে‌। আমাদের সক্রিয় কর্মী বিষ্ণুপদ মণ্ডলকে প্রশান্ত মণ্ডল,মানস সেন,দিব্যেন্দু দাস, রাজকুমার মণ্ডলসহ বেশ কয়েকজন বিজেপি কর্মী খুন করেছে। এই খুনিদের গ্রেপ্তার করে কঠিন শাস্তির দাবি করেছি।"

 নন্দীগ্রাম -১ ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, "রবিবার বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। আমরা দোষীদের কড়া শাস্তি চাই। যাতে দ্রুত দোষীদের গ্রেফতার করা হয় সেই জন্য সোমবার নন্দীগ্রামে বন‌্ধয়ের ডাক দেওয়া হয়েছে।"

 যদিও তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। নন্দীগ্রামের বিজেপি নেতা তথা বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মেঘনাদ পাল বলেন, "খুনের বিষয়ে আমার কিছু জানা নেই। কী হয়েছে খোঁজ নিয়ে দেখব।"