News details

image

Rabi Mondal / 23 December, 2024

আম্বেদকর ইস্যুতে পথে তৃণমূল, রাজ্য জুড়ে মিছিল জোড়াফুলের

নিজস্ব প্রতিনিধি, হাওড়া - বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রম‍ন্ত্রী অমিত শাহের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সরগরম রাজ্য রাজনীতি। সোমবার রাজ্যজুড়ে ধিক্কার মিছিলে নামল তৃণমূল। কলকাতায় প্রতিটি ওয়ার্ড থেকে বেরিয়েছে মিছিল। সেইসঙ্গে বিভিন্ন জেলাতেও হচ্ছে মিছিল।

 সূত্রের খবর, সোমবার অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে মিছিল হয় হাওড়ায়। এদিন সকাল দশটা নাগাদ শিবপুর ট্রাম ডিপো থেকে হাওড়া ময়দান পর্যন্ত মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে প্রতিবাদ মিছিলে সামিল হন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। মিছিল থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র পদত্যাগের দাবি তোলা হয়।

 এদিন মিছিল থেকে খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যান পালন মন্ত্রী অরূপ রায় বলেন, "বাবাসাহেব ভীমরাও আম্বেদকর আমাদের সংবিধান রচনা করেছেন। তাঁর জন্যে আজ আমরা স্বাধীন দেশে সুস্থ স্বাভাবিক ভাবে জীবন যাপন করছি। সেখানে তাঁর বিরুদ্ধে মন্তব্য করছেন আমাদের দেশের সরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। যা অত্যন্ত লজ্জাজনক। আমরা এর প্রতিবাদ করছি। আমরা অমিত শাহর পদত্যাগ চাই।"