ভিনরাজ্যের ব্যাবসায়ীদের খুঁজতে বাজারে চাকুহাতে অভিযান তৃণমূলের ভাইস চেয়ারম্যান
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি - বাজারে ছেয়ে আছে ভিনরাজ্যের ব্যাবসায়ীতে। যার কারণে সমস্যায় পড়ছে স্থানীয় ব্যবসায়ীরা। এবার ভিন রাজ্যের হকার উচ্ছেদে নামলেন জলপাইগুড়ি পুরসভার উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। শুক্রবার ছুরি দিয়ে অবৈধ হকারদের টাঙানো পলিথিন শিট কেটে দেন তিনি।
সূত্রের খবর, শুক্রবার জলপাইগুড়ি পৌরসভার পক্ষ দিনবাজারে ভিনরাজ্যের হকার উচ্ছেদ চালানো হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়সহ একাধিক তৃণমূল কাউন্সিলর। এদিন উপ পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়কে হাতে চাকু নিয়ে বাজারের চলাচলের পথ দখল করে থাকা ব্যাবসায়ীদের টাঙানো ত্রিপল কাটতে দেখা যায়। ২০১৫ সালে ভায়বহ আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছিল দিনবাজার। তার পর নতুন ভবনের পরিকাঠামো সম্পূর্ণ না হওয়ায় অনেক ব্যাবসায়ী দোকানের সামনে ত্রিপল টাঙিয়ে ব্যাবসা করে আসছেন দীর্ঘ কয়েক বছর ধরে। যে কারনে বাজারের বিভিন্ন অংশে নিত্য দিন সৃষ্টি হয় অযথা ভিড় এবং যানজট। মূলত সেই কারণেই এই অভিযান বলে খবর।
উচ্ছেদ প্রসঙ্গে সৈকত চট্টোপাধ্যায় বলেন, ‘চাকু নয়। ত্রিপল কাটার জন্য ছুরি নিয়েছি হাতে। কারন এখানে যে সমস্ত ব্যাবসায়ী বাজারের চলাচলে পথ আটকে ব্যাবসা করছে তাদের বেশিরভাগ ভিন রাজ্যের। এরা এই রাজ্যের বাসিন্দাই না। এদের ভোটার কার্ড, আধার কার্ড অন্যান্য পরিচয়পত্র ভিন রাজ্যের। আমার কাছে এদের ফোটো রয়েছে।’