News details

image

Rabi Mondal / 20 December, 2024

জয়পুরে ট্রাক-ট্যাঙ্কারের সংঘর্ষ, ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, আহত ৩৫  

নিজস্ব প্রতিনিধি, জয়পুর – সিএনজি ট্যাঙ্কারের সঙ্গে পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল জয়পুরের একটি পেট্রল পাম্পে। এর জেরে মৃত্যু হয়েছে ৫ জনের। গুরুতর আহত ৩৫ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

সূত্রের খবর, রাজস্থানের জয়পুরের আজমেঢ় রোডের কাছে একটি পেট্রল পাম্পের সামনে দাঁড় করানো ছিল একটি সিএনজি ট্যাঙ্কার। সেই সময় আচমকা ওই সিএনজি ট্যাঙ্কারটিকে ধাক্কা মারে একটি পণ্যবাহী ট্রাক। সঙ্গে সঙ্গে সিএনজি ট্যাঙ্কারে বিস্ফোরণ হয়। সিএনজি ট্যাঙ্কার সহ গোটা পেট্রল পাম্পে দাউদাউ করে আগুন ধরে যায়।  

পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০ টি ইঞ্জিন। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। কমপক্ষে ২০ টি গাড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন ৫ জন। আহত ৩৫ জনকে জয়পুরের সোয়াই মান সিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের সঙ্গে দেখা করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন তিনি।