News details

image

Rabi Mondal / 25 November, 2024

ট্রাম্প হুকুম, মার্কিন সেনা থেকে ছাঁটাই রূপান্তরকামীরা!

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরতেই আতঙ্কে ছিলেন রূপান্তরকামীরা। এবার তাঁদের আতঙ্কে সিলমোহর পড়ল। এক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন সেনা থেকে ছাঁটাই করা হবে রূপান্তরকামীদের। 

সংবাদ সংস্থা রিপোর্টে দাবি করেছে, মার্কিন সেনাবাহিনী থেকে রূপান্তরকামীদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন ট্রাম্প। তাঁদের মেডিকেল গ্রাউন্ড থেকেই বাদ দেওয়ার সম্ভাবনা রয়েছে। অস্ত্রপচারের দেখিয়ে ‘আনফিট’ বলে মার্কিন সেনা থেকে ছাঁটাই করা হতে পারে। 

নতুন বছরের ২০ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসার পরই এই আদেশ জারি হতে পারে। উল্লেখ্য, গতবার ক্ষমতায় থাকাকালীন রূপান্তরকামীদের সেনায় যোগ দেওয়া নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিলেন ট্রাম্প। যদিও কর্মরতদের বরখাস্ত করেননি তিনি। বর্তমানে মার্কিন সামরিক বাহিনীতে কাজ করছেন প্রায় ১৫ হাজার রূপান্তরকামী।