গাজার বন্দিদের মুক্তির ডেডলাইন বেঁধে নিলেন ট্রাম্প
নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – নতুন বছরের জানুয়ারি মাসে দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই গাজার বন্দিদের মুক্তির ডেডলাইন বেঁধে নিলেন তিনি। ডেডলাইন দেওয়ার পাশাপাশি হামাস জঙ্গিদের হুঁশিয়ারিও দিয়েছেন আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট।
সোশাল মিডিয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, “যদি ২০ জানুয়ারি, ২০২৫-এর মধ্যে বন্দিদের মুক্তি দেওয়া না হয়, তাহলে যেদিন মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেব সেদিন থেকে মধ্যপ্রাচ্যে নরক নেমে আসবে। ইজরায়েলি ও আমেরিকানদের বন্দি করে রাখা হামাস জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন ইতিহাসের কঠোরতম পদক্ষেপ করা হবে।‘
২০২৩ সালে ইজরায়েলে নৃশংশ হামলা চালিয়েছিল হামাস। সেই সময় ২৫০ জন ইজরায়েলি ও আমেরিকান নাগরিককে বন্দি করেছিল হামাস জঙ্গিরা। তাঁদের মধ্যে অনেককেই হত্যা করা হয়েছিল। তবে ইজরায়েলের গোয়েন্দা সংস্থার অনুমান, এখনও অবস্থায় গাজায় বন্দি রয়েছেন ১০১ জন।