ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালানোর হুঙ্কার ট্রাম্পের
নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – সম্প্রতি আমেরিকা ও ইরানের মধ্যে পরমাণু অস্ত্র নিয়ে ঠাণ্ডা লড়াই চলছে। খুব তাড়াতাড়ি এই নিয়ে সিদ্ধান্ত নিতে পারে দুই দেশ। এই আবহে ফের ইরানকে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ইরান তাদের কথা না শুনলে, পরমাণু ঘাঁটিতে হামলা চালানো হবে।
সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, ”ইরানকে পরমাণু অস্ত্র থেকে সরে আসতেই হবে। ওদের কাছে কোনও পরমাণু অস্ত্র থাকা চলবে না।“ তাঁকে এক সাংবাদিক প্রশ্ন করেন, “মার্কিন সেনা কি ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা চালাতে পারে?” এর উত্তরে ট্রাম্প বলেন, ”অবশ্যই পারে।“ পাশাপাশি ইরান যেহেতু পরমাণু অস্ত্র তৈরিতে প্রায় সফল হয়েই গিয়েছে তাই তাদের দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
এর আগে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্টের লক্ষ্য ইরান যাতে কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করা। তিনি জানান, “উনি ইরানকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, সব পথই খোলা রয়েছে। ইরানকে এবার বেছে নিতে হবে তারা কী চায়। হয় প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি মেনে নাও অথবা নরকে যাও। প্রেসিডেন্ট এটা বুঝিয়ে দিয়েছেন। এব্যাপারে তিনি অত্যন্ত কঠোর।“
২০১৫ সালে একটি চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী, যে কোনও রকমের পরমাণু কার্যক্রম বন্ধ রাখবে ইরান। কিন্তু ২০১৮ সালে সেই চুক্তি থেকে বেরিয়ে ছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ ছিল, শর্ত গ্রাহ্য না করে গোপনে আণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান। এরপর থেকেই দুই দেশের মধ্যে এই নিয়ে শুরু হয় টানাপড়েন।