ট্রাম্পের সিদ্ধান্ত অসাংবিধানিক, জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব না পাওয়ার নির্দেশে স্থগিতাদেশ আদালতের
নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন - আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হয়েই জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব না পাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে তা কার্যকর হওয়ার আগেই তাঁর নির্দেশ অসাংবিধানিক বলে জানিয়ে দিল আদালত। ট্রাম্পের এই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে আদালত।
বস্টন, সিয়াটল, ম্যাসাচুসেটস ও নিউ হ্যাম্পশায়ারের আদালতে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছিল ওয়াশিংটন, ওরেগন, ইলিনয়, অ্যারিজোনা, কলম্বিয়া, সান ফ্রান্সিসকোর মতো প্রদেশগুলি। তাঁর সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন সিয়াটল আদালতের বিচারক জন কোহেনর।
উল্লেখ্য, এতদিন আমেরিকায় নিয়ম ছিল, মা-বাবা আমেরিকান না হলেও, সন্তান যদি আমেরিকায় জন্মাত, তাহলে মার্কিন নাগরিক হিসাবেই গণ্য করা হত তাকে। কিন্তু এবার থেকে আর এই নিয়ম থাকছে না। ট্রাম্পের নির্দেশ অনুযায়ী, বাবা অথবা মা, যে কোনও একজনকে আমেরিকান নাগরিক বা গ্রিন কার্ড হোল্ডার হতে হবে, তবে সেই সন্তান মার্কিন নাগরিকত্ব পাবে ওই শিশু।
নতুন মার্কিন প্রসাশনের তরফ থেকে জানানো হয়েছিল, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে আমেরিকায় জন্ম নেওয়া সমস্ত শিশুর উপরে এই নতুন নিয়ম কার্যকর করা হবে। উল্লেখ্য, বর্তমানে আমেরিকায় প্রায় ৫ মিলিয়ন অর্থাৎ ৫০ লক্ষ ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান বসবাস করেন। নয়া নির্দেশিকার পর রীতিমতো তাঁদের মাথায় হাত পড়েছিল।