ভারতের উপর ট্রাম্পের ‘শুল্ক-বোম’! মোদি সরকারের বিদেশ নীতির তীব্র সমালোচনা রাহুলের
নিজস্ব প্রতিনিধি, দিল্লি - বুধবার গভীর রাত দেড়টা নাগাদ (আমেরিকার স্থানীয় সময় অনুযায়ী বিকেল ৪টেয়) বিশ্বের তাবড় তাবড় দেশের উপর শুল্ক আরোপ করেছে আমেরিকা। এই তালিকা থেকে বাদ যায়নি বন্ধু ভারতও। বৃহস্পতিবার লোকসভায় মোদি সরকারের বিদেশ নীতির তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।
এদিন রাহুল বলেন, “আপানারা চীনকে ৪ হাজার স্কয়ার কিলোমিটার জমি উপহার দিয়েছেন। অন্যদিকে আমাদের বন্ধু দেশ আচমকা আমাদের উপর শুল্ক আরোপ করল, ২৬ শতাংশ শুল্ক। যা আমাদের অর্থনীতিকে ধ্বংস করবে, আমাদের শিল্পকে ধ্বংস করবে, বিশেষত ওষুধ শিল্পকে।“ তাঁর প্রশ্ন, “ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির মোকাবিলায় কী পদক্ষেপ করছে কেন্দ্র?
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে রাহুল বলেন, “বিদেশনীতি নিয়ে ইন্দিরাকে একজন প্রশ্ন করেছিলেন, ডানে না বাঁয়ে ঝুঁকতে স্বচ্ছন্দ তিনি? উত্তরে ইন্দিরা বলেছিলেন, আমি ডান বা বাঁয়ে ঝুঁকি না। আমি সোজা হয়ে দাঁড়াতে পছন্দ করি। আমি একজন ভারতীয়, সোজা দাঁড়াই। বিজেপি আর আরএসএসের কৌশল আলাদা। তাঁদের যখন জিজ্ঞাসা করা হয়, ডান দিক না বাঁ দিক? তাঁরা বলেন, না-না, আমরা সমস্ত বিদেশি শক্তির সামনেই মাথা নত করি।“
উল্লেখ্য, ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এই প্রসঙ্গে ট্রাম্প জানিয়েছেন, “কিছুদিন আগেই আমেরিকা থেকে ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আমার ভালো বন্ধু। কিন্তু আমি তাঁকে বলেছি, আপনি আমার বন্ধু, কিন্তু আপনারা আমাদের সঙ্গে ঠিকঠাক ব্যবহার করছেন না। ভারত আমাদের ৫২ শতাংশ চার্জ করছে, তো আমরা তাদের চার্জ করছি তার অর্ধেক, ২৬ শতাংশ।“