News details

image

Rabi Mondal / 24 November, 2024

বিয়েতে রাজি না হওয়ায় পাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবার চেষ্টা! গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা – বিয়েতে রাজি নয় পাত্রী! তারপরেই তাঁকে জোর করে তুলে নিয়ে যাবার চেষ্টা করল পাত্র সহ ২ যুবক। ঘটনায় গ্রেফতার ৩। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কুলতলীতে।

 

সুত্রের খবর, কুলতলির সিকিরহাটের বাসিন্দা রজনীর সঙ্গে কিছুদিন আগে গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এক তরুণীর বিয়ের কথাবার্তা শুরু হয়। পাত্রপক্ষের পাত্রী পছন্দ হলেও পাত্রীর বাড়ির লোকজনের পছন্দ হয়নি রজনীকে। সেই কারণে বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন পাত্রী পক্ষ। তার পরেও মেয়েটিকে বিয়ের প্রস্তাব দিতে থাকে রজনী। রাজি না হলে আত্মহত্যার হুমকি দিয়েছে বলেও অভিযোগ। তাতেও কাজ না হওয়ায় শনিবার কয়েকজনকে সঙ্গে নিয়ে তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে যেতে আসে রজনী। জোর করে তুলে আনতে গেলে প্রতিবেশীরা ঘটনা স্থলে এসে আটকে দেয় রজনীদের। তাপরেই খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ এসে তিন জনকে গ্রেফতার করে।

 

এই বিষয়ে ওই তরুনীর মা জানান ”বিয়ের জন্য ছেলে ও তাঁর পরিবারের কয়েকজন আমাদের বাড়িতে আসেন। কিন্তু আমার মেয়ে বিয়েতে রাজি হয়নি। আর তারপর থেকেই ওই ছেলে আমার মেয়েকে ডিস্টার্ব করত। এমনকি আমার মেয়েকে রাস্তায় দাঁর করিয়ে বিয়ের জন্য চাপ দিত। এবার বাড়ি থেকে তুলে নিয়ে যেতে এসেছিল।”