কচ্ছপ পাচার চক্রের পর্দা ফাঁস, গ্রেফতার ৩
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ দিনাজপুর - শিলিগুড়ি থেকে গঙ্গারামপুরে পাচারের আগে উদ্ধার হল ১০৩টি তাজা কচ্ছপ। পুলিশ ও বনদফতরের যৌথ অভিযানে বংশীহারী থানার অধীন কুশমন্ডি এলাকায় উদ্ধার হয় কচ্ছপগুলি।
সূত্রের খবর, রবিবার পুলিশ ও বনদফতরের যৌথ উদ্যোগে উদ্ধার হল ১০৩ টি তাজা কচ্ছপ। বংশীহারী থানার অধীন কুশমন্ডি এলাকায় উদ্ধার হয় এই কচ্ছপগুলি। এর মধ্যে চারটি কচ্ছপ ব্যাগের ভিতরে থাকায় সেগুলির অবস্থা ছিল অত্যন্ত সঙ্কটজনক। তিন পাচারকারীকে উত্তরপ্রদেশের সুলতানগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি বন্যপ্রাণী সুরক্ষা আইন লঙ্ঘন মামলা রুজু করা হয়েছে। সোমবার ধৃতদের গঙ্গারামপুর-এট বুনিয়াদপুর মহকুমা আদালতে তোলা হবে। এই কচ্ছপ পাচার চক্র সম্ভবত একটি বৃহত্তর বন্যপ্রাণী পাচারের অংশ হতে পারে। ইতিমধ্যে পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।
এই প্রসঙ্গে রায়গঞ্জ বনদফতরের কর্মকর্তা ভূপেন বিশ্বকর্মা জানান, "উদ্ধার হওয়া কচ্ছপগুলির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তার পরে তাদের নিরাপদ আবাসস্থলে পাঠানো হবে। জনগণের সচেতনতা এবং আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা ভবিষ্যতে এই ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"