image

বিদেশ / 20 February, 2025

মার্কিন মুলুকে মুখোমুখি সংঘর্ষ দুই বিমানের, মৃত্যু ২ জনের

নিজস্ব প্রতিনিধি, অ্যারিজোনা - ফের ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থাকল আমেরিকা। আমেরিকার আকাশে মুখোমুখি সংঘর্ষ দুই বিমানের। মৃত্যু হয়েছে ২ জনের। ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে আমেরিকার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড।

সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে অ্যারিজোনার টাস্কন শহরের কিছুটা দূরে। মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২ জন। কীভাবে মাঝআকাশে দু'টি বিমানের সংঘর্ষ ঘটল? দুই বিমানচালক ককপিটে কী করছিলেন? তা নিয়ে তদন্ত করছে মারানা পুলিশ। 
  
উল্লেখ্য, সম্প্রতি ওয়াশিংটন ডিসিতে রোনাল্ড রেগান ন্যাশনাল বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের বিমান ৫৩৪২-র সঙ্গে ধাক্কা লাগে মার্কিন সেনার এক ব্ল্যাক হক হেলিকপ্টারের। এরপরই পোটোম্যাক নদীতে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান। দুর্ঘটনারস্থল থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে হোয়াইট হাউজ। বিমানে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics