'বন্ধু' ভারতের উপর কার্যকর মার্কিন শুল্ক
নিজস্ব প্রতিনিধি, দিল্লি – গত সপ্তাহে ভারত সহ বিশ্বের তাবড় তাবড় দেশের উপর শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। বুধবার থেকে সেই শুল্ক নীতি কার্যকর করা হল। বন্ধু ভারতের উপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন প্রশাসন।
ভারতের উপর শুল্ক আরোপ করার পর ট্রাম্প জানিয়েছিলেন, “কিছুদিন আগেই আমেরিকা থেকে ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আমার ভালো বন্ধু। কিন্তু আমি তাঁকে বলেছি, আপনি আমার বন্ধু, কিন্তু আপনারা আমাদের সঙ্গে ঠিকঠাক ব্যবহার করছেন না। ভারত আমাদের ৫২ শতাংশ চার্জ করছে, তো আমরা তাদের চার্জ করছি তার অর্ধেক, ২৬ শতাংশ।“
চীনের উপর ৩৪%, ইউরোপীয় ইউনিয়নের উপর ২০%, ভিয়েতনাম ৪৬%, জাপান ২৪%, দক্ষিণ কোরিয়া ২৫%, ব্রিটেন ১০%, থাইল্যান্ড ৩৬%, পাকিস্তানের উপর শুল্ক ২৯%, বাংলাদেশের উপর ৩৭%, সুইজারল্যান্ডের উপর ৩১%, ইজরায়েল, ফিলিপিন্সের উপর ১৭% শুল্ক চাপানোর কথা জানিয়েছেন। এছাড়া তুরস্ক, কলম্বিয়া, পেরু, কোস্টারিকা, চিলি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মিশর, সৌদি আরব, এল সালভাদর, মরক্কো, ত্রিনিদাদ তোবাগো, ব্রাজিল, গুয়েতেমালা, নিউজিল্যান্ড, হন্ডুরাস, আর্জেন্টিনা, ইকুয়েডর, জমিনিক, আরব আমিরশাহির উপর ১০% শুল্ক আরোপ করেছে।
এদিকে ট্রাম্পের শুল্ক-বাণের পাল্টা মার! আমেরিকার বিরুদ্ধে ২৫% কর চাপাতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের ২৭ টি দেশ। আগামী ১৬ মে থেকে শুল্ক কার্যকর হবে বলে নথিতে জানিয়েছে ইইউ।