অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ, ফাইনালে হার ভারতের
নিজস্ব প্রতিনিধি, দুবাই – এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চিরশত্রুর পাকিস্তানের কাছে হেরে শুরু করেছিল ভারত। শেষটাও হল হার দিয়ে। বাংলাদেশের কাছে হেরে গেল টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন বাংলাদেশ। গতবারের মতো এবারও দাপট বজায় রাখল বেঙ্গল টাইগাররা।
টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক মহম্মদ আমান। প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.১ ওভারে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। স্কোরবোর্ডে ১৯৮ রান তোলে বেঙ্গল টাইগাররা। বাংলাদেশের হয়ে লড়াই করেন মহম্মদ শিহাব জেমস (৪০) এবং রিজান হোসেন (৪৭)।
বাংলার পেসার যুধাজিৎ গুহ ৯.১ ওভার বল করে তুলে নেন ২ উইকেট। ২ টি করে উইকেট শিকার করেন চেতন শর্মা, হার্দিক রাজ। জবাবে ব্যাট করতে নেমে ৩৫.২ ওভারে ১৩৯ রান তুলে সব উইকেট হারিয়ে ফেলে ভারত। ভারত অধিনায়ক মহম্মদ আমান সর্বাধিক ২৬ রান তোলেন।