অস্বাভাবিক মৃত্যু নাবালকের, শোকের ছায়া এলাকায়
নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান - ১৫ বছরের এক নাবালকের অস্বাভাবিক মৃত্যু। ঘরের ভিতর ফাঁস লাগিয়ে আত্মঘাতী পড়ুয়া। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের জামালপুরের গোকুল এলাকায়। ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ। আত্মহত্যার কারণ নিয়ে অন্ধকারে মৃতের পরিবার।
সূত্রের খবর, পূর্ব বর্ধমানের জামালপুরের গোকুল এলাকার বাসিন্দা প্রদীপ ঘোষ, বয়স ১৫। রবিবার রাত্রিতে পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে প্রদীপ। সোমবার সকালে দীর্ঘক্ষণ সারা না পাওয়ায় দরজা ভাঙে বাড়ির লোক। এরপরেই সবাই দেখে ঘরের মধ্যে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়েছে ঝুলে রয়েছে প্রদীপ। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় সকালে জামালপুর থানার পুলিশ। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জামালপুর হাসপাতালে। সেখানে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
পুলিশ সোমবার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় হাসপাতালে। কেন কী কারণে প্রদীপ আত্মহত্যা করল সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ইতিমধ্যেই সে নিয়ে তদন্ত শুরু হয়েছে। মানসিক অবসাদে ভুগছিল কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।