News details

image

Rabi Mondal / 24 November, 2024

দাদার বউয়ের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্বামী! কি হবে এবার সৌমিতৃষার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - দাদার বউয়ের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় সৌমিতৃষার স্বামী। না না রিয়েল না রিল লাইফে এইসব হচ্ছে সৌমিতৃষার। আসন্ন ওয়েব সিরিজ কালরাত্রিতে এই দৃশ্যের দেখা মিলবে।

 

এবার আর সিরিয়াল বা সিনেমা নয় ওয়েব সিরিজে পা রাখতে চলেছে পর্দার মিঠাই। সম্প্রতি ওয়েব সিরিজের ট্রেলার প্রকাশ্যে এসেছে৷ যেখানে নববধূর রূপে দেখা গিয়েছে নায়িকাকে৷ যার নাম দেবী৷ তার স্বামীর নাম রুদ্র৷ বিয়ের পর শ্বশুরবাড়িতে পা রাখতেই দেবীর মনে হয় সংসারটা যেন এক অদ্ভুত৷ স্বামীর সঙ্গে জায়ের সঙ্গে সম্পর্ক নিয়েও খটকা লাগে দেবীর৷

 

এরকমই অদ্ভুত সম্পর্কের টানাপোড়েনের গল্প কালরাত্রি। ট্রেলার বেরোনোর পর সৌমিতৃষা কুণ্ডুকে নিয়ে দর্শকদের উত্তেজনা তুঙ্গে৷ দর্শকরা দীর্ঘদিন ধরে তাঁর ওয়েব সিরিজের জন্য অপেক্ষায় ছিলেন৷