নদীর বাঁধ ভাঙনে জলমগ্ন গ্রাম
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগণা - নদীর বাঁধ ভাঙনে জলমগ্ন হল গোবর্ধনপুরের বেশ কয়েকটি গ্রাম। উপযুক্ত উপায়ে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয় গ্রামবাসীদের।
ফের আবারও জলমগ্ন হল বঙ্গোপসাগরের কুলে অবস্থিত গোবর্ধন দ্বীপ। বাঁধ ভেঙে আজ প্রায় ১০০টির বেশি গ্রাম জলমগ্ন।গতকাল থেকে বাঁধ ভাঙ্গা শুরু হয়েছে। বেশ কয়েকজন গ্রামবাসী ঘরছাড়া। তাদের দাবি, বিজ্ঞানসম্মত ভাবে উপযুক্ত প্রযুক্তির মাধ্যমে বাঁধ নির্মাণ করা হোক। ভবিষ্যতে কোথায় যাবে সেই নিয়ে আতঙ্কিত গ্রামবাসী।
গ্রামবাসীদের মধ্যে অর্চনা মাইতি নামে একজন জানান,- ' খুবই আতঙ্কে আছি। কাল থেকে নদী বাঁধ ভেঙে আস্তে আস্তে জল ঢুকছে। আজ আমাদের ঘরে ঢুকে গেছে, রাস্তায় ছেলে মেয়েকে নিয়ে আছি। আমরা চাইছি যেন আমাদের সুব্যবস্থা হয়। সরকারি কোনো সাহায্য পায়নি এখনও।'
এই প্রসঙ্গে এসইউআই নেতা কার্তিক দাস বলেন,- ' এখানে কিভাবে বাঁধ দিলে ভালো হবে সেটা এলাকার মানুষরা ভালো ভাবে বলতে পারবে , কিন্তু তাদের কোনো মতামত নেওয়া হয়না। যে সরকার ও সেচ বিভাগ আছে তাদের আয় করার একটা ক্ষেত্র হয়ে গেছে এই অঞ্চল। যেই সময় বাঁধ দিলে ভালো হবে সেই সময় না এসে বর্ষাকালে, ঝড়ের সময় কোটি কোটি টাকা নিয়ে হাজির হয় যখন কাজ করা সম্ভব হয়না।
অন্য আরেক নেতা প্রশান্ত সামন্ত বলেন,- ' এখানে অতি নিম্নমানের বাঁধ তৈরি করা হয়। উন্নত প্রযুক্তির সহায়তায় যদি কংক্রিটের বাঁধ নির্মাণ করা হয় তাহলে সেটাকে টেকানো সম্ভব হবে। দু বছর আগে মেরামত করা প্রায় ১২০০ মিটারের বাঁধ ভেঙে গ্রামের এক চতুর্থাংশ ডুবে গেছে। গ্রামের মানুষ কোথায় যাবে সেই নিয়ে আতঙ্কিত হয়ে আছে।' তিনি আরো বলেন,- ' বন্যায় কিছু সংস্থা ও সরকার ত্রাণ নিয়ে চলে আসে। কিন্তু এখানে সেটার কোনো প্রয়োজন নেই। এখানে কোনো লক্ষ্মীর ভাণ্ডার বা ত্রাণের দরকার নেই স্থায়ী বাঁধ হলে এখানের মানুষ স্বচ্ছন্দে জীবনজীবিকা নির্বাহ করতে পারে। '