News details

image

Rabi Mondal / 23 December, 2024

গুরুতর অসুস্থ বিনোদ কাম্বলি, ভর্তি করা হল হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি, থানে - আচমকা শারীরিক অবস্থার অবনতি হল ভারতের প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলির। থানের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। কাম্বলির ঠিক কি হয়েছে, তা এখনও জানা যায়নি।

হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে বিনোদ কাম্বলির শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে আশঙ্কা পুরোপুরি কাটেনি। সম্প্রতি কাম্বলি জানিয়েছিলেন, তিনি প্রস্রাবের সংক্রমণে ভুগছেন। এমনকি কয়েক মাস আগে অজ্ঞানও হয়ে যান ভারতের প্রাক্তন ক্রিকেটার।

বরাবরই কাম্বলির বিরুদ্ধে মদ্যপান ও উচ্ছৃঙ্খল জীবনযাপনের অভিযোগ উঠেছে। সপ্তাহ খানেক আগে কাম্বলিকে শর্তসাপেক্ষে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে ছিলেন কপিল দেবরা। তাঁদের শর্ত ছিল স্বেচ্ছায় রিহ্যাবে যেতে হবে কাম্বলিকে।