News details

image

Rabi Mondal / 15 December, 2024

আবাসের ঘর না পেয়ে তুমুল বিক্ষোভ দিনহাটায়

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার - ওকরাবাড়ির পর এবার পুটিমারি। আবাস যোজনার ঘর নিয়ে চলছে কারচুপি। তাই নিয়ে ধুন্ধুমার দিনহাটা ১ ব্লকের পুটিমারি-২ গ্রাম পঞ্চায়েতে। চেয়ার টেবিল ভাঙচুর করা হয়।

 আবাস যোজনায় দুর্নীতি করছে ব্লক প্রশাসন। সেই অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনেই বৈঠক করেন গ্রামের মানুষ। সেই বৈঠকে ক্ষিপ্ত হয়ে ওঠেন বাসিন্দাদের একাংশ। চেয়ার টেবিল ভাঙচুর করে ও ব্লক প্রশাসনের আধিকারিকদের গ্রাম পঞ্চায়েতে তালা দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় দিনহাটা থানার পুলিশ। তালা খুলে পঞ্চায়েত সদস্য ও প্রশাসনের কর্তাদের গ্রাম পঞ্চায়েত কার্যালয় থেকে বের করেন তাঁরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামে যাদের ঘর দরকার, তাঁদের কারও নাম ঘরের তালিকায় নেই। তাই বঞ্চিত দরিদ্র মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। 

 এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী নুরুল ইসলাম জানান, "গ্রাম পঞ্চায়েতের বহু মানুষের নাম ঘরের তালিকায় নেই। কাজেই বাসিন্দাদের ক্ষোভ থাকাটা স্বাভাবিক। তাই তালা মেরে রাখা হয়েছে।"