image

বিরাটের বিশ্বজয়ী সতীর্থ আইপিএলে আম্পায়ারের ভূমিকায়

নিজস্ব প্রতিনিধি, মুম্বই - একসময় বিরাট কোহলির সতীর্থ ছিলেন তিনি। ২০০৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অধিনায়ক বিরাটের সঙ্গে খেলেছেন তিনি। এবার তাঁকে দেখা যাবে আইপিএলে আম্পায়ারের ভূমিকায়। 

২০০৮ সালে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের কান্ডারি ছিলেন তন্ময় শ্রীবাস্তব। ৬ টি ম্যাচে ৫২.৪০ গড়ে সংগ্রহ করেন ২৬২ রান। হাফ-সেঞ্চুরি করেন ২ টি। টুর্নামেন্টে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল অপরাজিত ৮৩ রানের। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের হয়ে সব থেকে বেশি ৪৬ রান করেন তন্ময়। এবারের আইপিএলে আম্পায়ারের ভূমিকা পালন করবেন তিনি। 

২০০৮ ও ২০০৯ সালে যথাক্রমে ডেকান চার্জার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মোট ৭ টি আইপিএল ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তন্ময়। এরপর আর আইপিএলে ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি তাঁর। ফলে শেষ হয়ে যায় উত্তরপ্রদেশের এই বাঁ-হাতি ব্যাটারের আইপিএল কেরিয়ার।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics