গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন মালদায়, ভাইরাল ভিডিও
নিজস্ব প্রতিনিধি, মালদা - তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ১ মাসও কাটেনি। এর মধ্যেই মালদায় শূন্যে গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হল। এই ঘটনায় শাসক দলকে তুলোধোনা করেছে বিরোধীরা। ইতিমধ্যেই এই ঘটনায় ৪ টি এফআইআর দায়ের করা হয়েছে।
সূত্রের খবর, বৃহস্পতিবার হুমায়ুন খান মেমোরিয়াল স্মৃতিতে মালদার মানিকচক ব্লকের নুরপুর অঞ্চলের নুরপুর টিপটপ ক্লাবের উদ্যোগে ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেখানে স্কুলের মাঠে একাধিক ব্যক্তি হাতে বন্দুক নিয়ে উপর দিকে তাক করে গুলি চালাচ্ছে। ওইভাবে শূন্যে গুলি চালিয়েছে ক্লাবের ছেলেরাই। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল। যা দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত করা হয়েছে ৪ টি বন্ধুক। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। গোটা বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ক্লাব কর্তৃপক্ষ।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে মালদা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি সাধারণ সম্পাদক সৌম্যদীপ সরকার, মানিকচক থানার প্রশাসন, মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল, মালদা জেলা তৃণমূল কংগ্রেস সম্পাদক আব্দুল মতাইন খান চৌধুরী, নুরপুর অঞ্চল সভাপতি ফাইয়াজ আহমেদ খান, সমাজসেবী তথা নুরপুর ম্যানেজ প্রাইমারী স্কুলের প্রাক্তণ শিক্ষক নিয়াজ আহমেদ খান, মামুর খান, মাতলুব খান।
কর্তৃপক্ষের দাবি, তাঁদের কাছে নাকি লাইসেন্স ছিল। তাহলে কি লাইসেন্স থাকলেই যেখানে সেখানে গুলি চালানো যায়? পুলিশের দাবি, লাইসেন্স থাকলেও যেখানে সেখানে গুলি চালানো আইন বিরুদ্ধ। বিজেপি সাংসদ খগেন মুর্মুর প্রশ্ন, প্রাণহানি হলে কে জবাব দিত? তৃণমূলকে নিশানা করে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার।
বিরোধীদের প্রশ্ন, শাসক দলের নেতাদের উপস্থিতিতে কিভাবে গুলি চালানো হল? কীভাবে আগ্নেয়াস্ত্রই বা পেল ক্লাবের ছেলেরা? বন্দুক কি এতটাই সহজলভ্য? মানিকচকের নিরাপত্তা কোথায়?