ভোটার তালিকায় কারচুপি, বনগাঁয় ১০ হাজারের বেশি নাম জমা
নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা - ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বনগাঁ মহকুমায় ভুঁয়ো ভোটার চিহ্নিতকরণের কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সমীক্ষা পুরোপুরি ভাবে শেষ হওয়ার আগেই ১০ হাজারের বেশি ভুঁয়ো ভোটারের তালিকা প্রকাশ করে বনগাঁ জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস।
তৃণমূল সূত্রে খবর, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে গোটা রাজ্য জুড়ে শুরু হয়েছে ভুঁয়ো ভোটার চিহ্নিতকরণের কাজ। সেই মতো বনগাঁতেও সাংগঠনিক বৈঠক করে তালিকা তৈরির কাজ শুরু করেছে তৃণমূল। কাজ শুরুর ১ সপ্তাহের মধ্যেই সাংগঠনিক জেলা পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে বনগাঁ জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি জানান, ৫০ শতাংশ গণনা শেষ হওয়ার আগেই ১০ হাজার ভুঁয়ো ভোটার চিহ্নিত করা গেছে। যাদের অনেকেই অন্য বিধানসভা কেন্দ্রের বাসিন্দা।
সাংবাদিক সম্মেলনে বিশ্বজিৎ দাস জানিয়েছেন, বাংলার মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে এই রাজ্যে ভুঁয়ো ভোটার চিহ্নিতকরণের কাজ শুরু হয়ে গেছে। সমস্ত বুথের বুথ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সার্ভে শুরু করেছে। এখনও ৫০ শতাংশ কাজ শেষ হয়নি তার মধ্যে ১০ হাজারের বেশি অবৈধ ভোটার যারা বাংলাদেশে থাকে বা অন্য বিধানসভায় থাকে এরম নাম নথিভুক্ত করা হয়েছে। তাদের নাম এসডিও এবং বিডিও অফিসে জমা দেওয়া হয়েছে। স্বচ্ছতার সঙ্গে যে অবৈধ ভোটারের নাম বেরিয়েছে তাদের প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, সিপিএম এবং বিজেপির নেতারা অবৈধ ভোটারের নাম ঢুকিয়ে রেখেছে। এখানে এমনও অনেক ব্যক্তি আছে যাদের এখানে বাড়ি নেই কিছু নেই কিন্তু ভোটার লিস্টে তাদের নাম আছে। এটা বিজেপির ষড়যন্ত্র,আসলে ওরা বুঝতে পেরেছে ওদের ভোটটা কোথা থেকে আসছে সেই জন্যই ওদের এত সমস্যা হচ্ছে। তবে ২০২৬ বিধানসভায় বনগাঁ মহকুমায় বিজেপির আর কোনো জায়গা নেই।
জেলা সভাপতির দেওয়া তথ্য অনুযায়ী,বাগদা বিধানসভায় ৫ হাজারের বেশি, বনগাঁ উত্তরে ৮০০- র বেশি এবং বনগাঁ দক্ষিণ ও স্বরুপনগর বিধানসভাতেও প্রচুর ভুঁয়ো ভোটার চিহ্নিত করা হয়েছে।