image

WPL, তৃতীয়বারও স্বপ্নভঙ্গ দিল্লির, চ্যাম্পিয়ন মুম্বই

নিজস্ব প্রতিনিধি, মুম্বই - এই নিয়ে টানা তৃতীয়বার WPL-র ফাইনালে স্বপ্নভঙ্গ দিল্লি ক্যাপিটালসের। রুদ্ধশ্বাস ফাইনালে চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লির বিরুদ্ধে ৮ রানে জয় পেল হরমনপ্রীতরা। ২০২৩ পর ২০২৫-এও ট্রফি নিজেদের দখলে রাখল মুম্বই। 

ব্রেবোর্ন স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক। ব্যাট করতে নেমে দ্রুত সাজঘরে ফেরে দুই ওপেনার। ম্যাচের হাল ধরেন মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কৌর ও ইংলিশ তারকা নাতালি স্কিভার ব্রান্ট। হরমনপ্রীত ৪৪ বলে ৬৬ রান ও নাতালি ২৮ বলে ৩০ রান তোলেন।

দিল্লির হয়ে মারিজান কাপ ২ টি, অ্যানাবেল জেন সাদারল্যান্ড ১ টি, জেসিকা লুইস জোনাসেন ২ টি, নল্লাপুরেড্ডি চরণি ২ টি করে উইকেট নেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে মুম্বই। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে হারের মুখ দেখল দিল্লি।

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics