image

জেলা / 22 November, 2024

২ দিন ধরে পানীয় জল সরবরাহ বন্ধ শিলিগুড়িতে

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি - ফের জলকষ্ট শিলিগুড়িতে। শুক্রবার ও শনিবার বন্ধ পানীয় জলের সরবরাহ। এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে শিলিগুড়ি পুরসভা। মূলত ইনটেক ওয়েলের সংস্কার ও বিকল্প ইনটেক ওয়েলের কাজের জন্য বন্ধ থাকছে পরিষেবা।

 

সম্প্রতি পাহাড় সফরে এসে মুখ্যমন্ত্রী দার্জিলিং থেকে ভার্চুয়াল মাধ্যমে শিলিগুড়িতে ইনটেক ওয়েলের উদ্বোধন করেন৷ সেই ইনটেক ওয়েল সংযোগের কাজ শুরু হচ্ছে৷ তাই শুক্রবার ও শনিবার বন্ধ রাখা হবে জল সরবরাহের পরিষেবা৷এই দুদিন সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধে না হয়, সেই জন্য শিলিগুড়ি পুরনিগমের তরফে জলের ট্যাঙ্ক ও জলের পাউচ সরবরাহ করা হবে ৷ পুরনিগমে 25 টি জলের ট্যাঙ্ক আছে ৷ সেগুলি বিভিন্ন জায়গায় জল সরবরাহ করবে ৷ 35টি পিভিসি ট্যাঙ্কের গাড়িতে জল সরবরাহ করা হবে ৷ এমনকী দুদিনে প্রায় 3 লক্ষ জলের পাউচ সরবরাহের ব্যবস্থাও করা হয়েছে ৷

 

জলবন্ধ থাকা নিয়ে মেয়র গৌতম দেব বলেন, "21 তারিখ রাতে যেমন জল সরবরাহ হয়, তেমনটাই হবে ৷ আমরা মাইকিং করে, কাগজে বিজ্ঞাপন দিয়ে জল বন্ধ রাখার কথা জানিয়েছি ৷ এছাড়া আজ সাংবাদিক বৈঠকের মাধ্যমে শিলিগুড়ির মানুষের কাছে আমাদের অনুরোধ, 21 নভেম্বর আপনারা যতটা সম্ভব জল সঞ্চয় করে রাখবেন ৷ 22 তারিখ সেই জল দিয়ে কাজ চালাতে সুবিধে হবে। এছাড়া পুরসভা থেকে বিকল্প ব্যবস্থা করা হয়েছে৷ আমরা দু'দিনের জন্য পর্যাপ্ত জলের ব্যবস্থা করেছি ৷ তবে আমরা চেষ্টা করব দু'দিনের আগেই এই সংযোগের কাজ সম্পন্ন করে ফেলতে৷"

We are Tv19 network (Tv19 Bangla, Tv19 Bharat, Tv19 India) your trusted source for in-depth, accurate, and timely digital news coverage, delivering breaking stories, insightful analysis, and engaging multimedia content across directly to your fingertips.

Our Contact

Email : info@tv19media.com
For advertisement : Call +91 8100688819
For Internship & news : Call +91 8100360951

© Tv19 Bengali . All Rights Reserved. : Total Visit :

Web Analytics