News details

image

Rabi Mondal / 17 November, 2024

উইকেন্ডে নামবে পারদ, শীতের আমেজ রাজ্যজুড়ে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - নভেম্বরের তৃতীয় সপ্তাহের শুরুতেই নামছে পারদ। শহর জুড়ে পড়ে গেছে শীতের আমেজ। দক্ষিণবঙ্গের চার জেলাই ঢাকবে কুয়াশায়। উত্তরবঙ্গেও থাকবে ঘন কুয়াশার দাপট।

আবহাওয়া দফতর সূত্রে খবর, সপ্তাহের শুরুতেই উত্তরে হাওয়া দিচ্ছে শহরে। শুরু হয়েছে পারদ পতন। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। সকালের দিকে থাকবে হালকা কুয়াশা। তবে ঘন কুয়াশায় থাকবে পশ্চিমের জেলায়। বাঁকুড়া, বীরভূম। মুর্শিদাবাদ, নদীয়ায় আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

ঘন কুয়াশার সতর্কতা উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, মালদায়  থাকবে ঘন কুয়াশার চাদর। দৃশ্যমান্যতা কমে ৫০ থেকে ২০০ মিটার হতে পারে বলে সতর্কতা আবহাওয়া দফতরের।

ভিনরাজ্যের পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, ও বিহারে থাকবে কুয়াশার দাপট। তবে দক্ষিণের রাজ্যে জারি বৃষ্টির সতর্কতা। কেরল, মাহে, তামিলনাড়ু, পণ্ডিচেরী, করাইকাল ও কর্নাটকে থাকবে ভারী বৃষ্টির সতর্কতা।