মুম্বই পুলিশকে হোয়াটসঅ্যাপে বার্তা, মোদিকে প্রাণনাশের হুমকি!
নিজস্ব প্রতিনিধি, দিল্লি – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেওয়া হল প্রাণনাশের হুমকি! শনিবার মুম্বই পুলিশের কাছের হোয়াটসঅ্যাপে এই বার্তা দেওয়া হয়েছে। তদন্ত করে পুলিশ জানতে পেরেছে, যে নম্বর থেকে হুমকির বার্তা এসেছে, সেটি রাজস্থানের অজমেরের নম্বর। তাঁকে পাকরাও করতে ইতিমধ্যেই মুম্বই পুলিশের একটি দল বেরিয়ে পড়েছে।
সূত্রের খবর, এদিন সকালে মুম্বই ট্র্যাফিক পুলিশের হেল্পলাইন নম্বরের হোয়াটসঅ্যাপে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিয়ে একটি বার্তা আসে। সেখানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের দুই এজেন্টের নাম উল্লেখ করা রয়েছে। হুমকির বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুনের ছক স্পষ্ট ভাবে লেখা রয়েছে।
এরপরই মুম্বইয়ের থানায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তের খোঁজে রাজস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছে মুম্বই পুলিশের একটি বিশেষ দল। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, অভিযুক্তের হয়তো মানসিক সমস্যা রয়েছে বা মত্ত অবস্থায় এই বার্তা পাঠিয়েছে।