বাংলাদেশে নির্বাচন কবে? ঘোষণা করলেন ইউনুস
নিজস্ব প্রতিনিধি, ঢাকা – গত আগস্টে হাসিনা সরকারের পতন পর অন্তর্বর্তী সরকার গঠন করেছিলেন মহম্মদ ইউনুস। এবার বাংলাদেশের নির্বাচন কবে হবে? তা ঘোষণা করে দিলেন তিনি। বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় এই বিষয়ে জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
এদিন মহম্মদ ইউনুস জানান, “আমরা সকল প্রধান সংস্কারগুলি করে নির্বাচন আয়োজন করার আবেদন জানিয়েছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদের যদি, অল্প কিছু সংস্কার করে, ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষে নির্বাচনের ব্যবস্থা করা হয়তো সম্ভব হবে।“
তিনি আরও জানান, “যদি এর সঙ্গে নির্বাচনপ্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে আরও ৬ মাস অতিরিক্ত সময় লাগতে পারে। বলা যেতে পারে, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমের দিকে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।“