রাজ্য জুড়ে শীতের আমেজ, থাবা বসাতে পারে নিম্নচাপ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - রাজ্য জুড়ে ধীরে ধীরে নামছে পারদ। তবে শীতের আমেজে আবার বাদ সাধতে পারে নিম্নচাপ। আপাতত জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গে এই সপ্তাহে বরফ পড়তে পারে।
একদিকে পশ্চিমী ঝঞ্ঝা ও অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ। এর জেরে চড়বে পারদ। উত্তর পশ্চিমের হাওয়ার বদলে দক্ষিণ-পুবের হাওয়ার দাপট থাকবে। এই দুই বাতাসের সংস্পর্শে বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণবঙ্গে। রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। সোমবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে দক্ষিণের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি। তবে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি।
রবিবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হতে পারে বৃষ্টি। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিম সংলগ্ন দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকা- সান্দাকফু, টুমলিং-এর মতো এলাকায় মঙ্গলবার পর্যন্ত বরফপাতের পূর্বাভাস রয়েছে। সঙ্গে তুষারপাতও হতে পারে। রবিবার কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে রয়েছে কুয়াশার সম্ভাবনাও। কুয়াশার জন্য জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর, মালদহে ঘন কুয়াশার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দৃশ্যমানতা খুব থাকবে।