খালেদা পুত্র তারেকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা প্রত্যাহার
নিজস্ব প্রতিনিধি, ঢাকা – শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একের পর এক ভোলবদল হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। এবার খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা প্রত্যাহার করা হল।
বুধবার তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলার শুনানি ছিল। আদালতে বিএনপি নেতার তরফের আইনজীবী জানায়, তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মামলা করা হয়েছিল। অন্যদিকে আদালতে উপস্থিত হননি অভিযোগকারী। এরপর বিচারক শ্যাম সুন্দর রায় খারিজ করে দেন মামলা।
উল্লেখ্য, ২০১৪ সালে লন্ডনে এক বিতর্কিত বক্তৃতা দেন তারেক রহমান। সেই সময় তাঁর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন বর্তমানে নিষিদ্ধ আওয়ামি লিগের ছাত্র সংগঠন ছাত্রলিগের জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা।
এরপর আদালতের নির্দেশে ২০১৫ সালের ২৮ মে জয়পুরহাট সদর থানায় তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা নথিভুক্ত হয়। পরে তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। সেই মামলায় বেকসুর খালাস হলেন খালেদা পুত্র।