রং দেওয়ার নাম করে মহিলার শ্লীলতাহানি! তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তাল মালদহ
নিজস্ব প্রতিনিধি, মালদহ - দোলকে কেন্দ্র করে বারেবারে অশান্তি মালদহে। এবার বিজেপি কর্মীর এক আত্মীয়াকে রঙ দেওয়ার নাম করে শ্লীলতাহানির অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় বিজেপি তৃণমূল। ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুরে।
সূত্রের খবর, মালদার হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটা গ্রামের বিজেপির বুথ সভাপতি উদয় দাসের এক আত্মীয়া বাড়িতে একা ছিলেন। ঘরে তাঁর শ্বশুর শ্বাশুড়ি ছিল না। সেই সময় মিঠুন দাস, অক্ষয় দাস, জিৎ মোহন দাস নামে তৃণমূল কর্মী দলবল নিয়ে ঘরে ঢুকে রঙ দিতে যায়। এমনকি তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। এরপর ওই মহিলা কোন মতে পালিয়ে গিয়ে উদয় দাসের পরিবারের কাছে আশ্রয় নেন। আর এই নিয়েই শুরু হয় ঝামেলা। উদয় দাসের পরিবারের ওপর হামলা চালায় ওই তৃণমূল কর্মী। রক্তাক্ত হন উদয় দাসের মা রাধা দাস এবং নাবালক ভাইপো। আঘাত পান উদয় দাসও। হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের।
যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের পালটা অভিযোগ, উদয় দাসের লোকজন নাকি হামলা চালায়। তাতে তাঁদেরও এক কর্মী আহত হয়েছে। দুই পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যেই পুলিশ রবি দাস ওরফে অক্ষয় নামে একজন তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে। বাকি দের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এই বিষয়ে আক্রান্ত গৃহবধূ বলেন, "আমি বাড়িতে একা ছিলাম। কেউ ছিল না। কয়েকজন প্রথমে আমার স্বামীর নাম ধরে ডাকাডাকি করে। আমি বেরিয়ে নেই বললে আমার হাত ধরে টানাটানি শুরু করে। আমি কোনোমতে দৌড়ে কাকার বাড়ি চলে যাই। তারপরেই ওরা কাকার বাড়ি গিয়ে ঝামেলা করে।"
এই বিষয়ে এলাকার তৃণমূল সভাপতি বলেন," তৃণমূল এই ধরণের কোনো কাজকে সমর্থন করেনা। কেউ যদি তৃণমূলের নাম ভাঙিয়ে এইসব করার চেষ্টা করে তাদের তৃণমূল সাপোর্ট করে না। এবার কে দোষী সেটা বলবে। ওরা দোষ করলে নিশ্চয় শাস্তি পাবে।"