মহাকুম্ভে ইতিহাস রচনা, হাজার তপস্বিনীর দীক্ষা
নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ - ১৪৪ বছর পর মহাকুম্ভ। প্রয়াগরাজে ইতিহাস রচনা করলেন তপস্বিনীরা। দীক্ষা নেবেন প্রায় হাজার তপস্বিনী। যা মহাকুম্ভের ইতিহাসে প্রথমবার।
আগামী ২৯ জানুয়ারি মৌনী বা মাঘী অমাবস্যা। সেদিন অনুষ্ঠিত হবে দ্বিতীয় অমৃতস্নান। এর আগে ২৭ জানুয়ারি আখড়ায় দীক্ষা নেবেন প্রায় হাজার তপস্বিনী। সূত্রের খবর, এখনও দীক্ষা নেওয়ার জন্য চলছে রেজিস্ট্রেশন।
শ্রী পঞ্চ দশনম জুনা আখড়ার সাধিকা দিব্যা গিরি জানিয়েছেন, "আমাদের আখড়ায় দীক্ষা গ্রহণ করবেন ২০০ জনেরও বেশি তপস্বিনী। অন্যান্য আখড়া মিলিয়ে সংখ্যাটা হাজার পেরিয়ে যাবে। গভীর আত্ম উপলব্ধির জন্য যে আধ্যাত্মিক পথের প্রয়োজন সেই পথই হল দীক্ষা। তবে এই পথ সহজ নয়। এই কঠিন রাস্তায় হাঁটতে প্রস্তুত মহিলারা।"
উল্লেখ্য, জাপান, জার্মানি, তুরস্ক, রাশিয়া, ব্রাজিল, স্পেন, আমেরিকা সহ বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এসেছেন প্রয়াগরাজে। কোটি কোটি পূণ্যার্থীকে সামাল দেওয়ার জন্য মহাকুম্ভনগরে প্রবেশের ৭ টি রাস্তায় ১০২ টি চেক পয়েন্ট করা হয়েছে।
নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেলা প্রাঙ্গণ। সেখানে মোতায়েন করা হয়েছে, ১০০০ পুলিশ কর্মী। এর মধ্যে ৭১ জন ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিক, ২৩৪ জন সাব ইন্সপেক্টর, ৬৪৫ জন কনস্টেবল ও ১১৩ জন হোমগার্ড।