চিদাম্বরমে হলুদ ঝড়, দক্ষিণী এল ক্লাসিকো সিএসকের
নিজস্ব প্রতিনিধি, চেন্নাই - জমজমাট উইকেন্ড। চিদাম্বরমে রবিবাসরীয় সন্ধ্যায় চেন্নাইয়ে হলুদ ঝড়। সেই ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইনফিয়ান্স। ৫ বল বাকি থাকতেই ৪ উইকেটে অনবদ্য জয় পেল সিএসকে। দক্ষিণী এল ক্লাসিকো চেন্নাইয়ের দখলে।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। ওপেনার রোহিত শর্মা শূন্য রানে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার রায়ান রিকলটন মাত্র ১৩(৭) রান তোলেন।
মিডল ও লোয়ার অর্ডারে সূর্যকুমার যাদব ২৯(২৬) রান, তিলক ভার্মা ৩১(২৫) রান, নমন ধীর ১৭(১২) রান, দীপক চাহার ২৮(১৫) রান তুলে প্যাভিলিয়নে ফেরেন। চেন্নাইয়ের হয়ে খলিল আহমেদ ৩ টি, নুর আহমেদ ৪ টি, রবিচন্দ্রন অশ্বিন ১ টি ও নাথান এলিস ১ টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার রাচিন রবীন্দ্র ৪৫ বলে ৬৫ রানের অপরাজিত ইনিংস উপহার দিলেন সিএসকে ভক্তদের। আরেক ওপেনার রাহুল ত্রিপাঠি মাত্র ২(৩) রান স্কোরবোর্ডে যোগ করেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ২৬ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস খেলে গেলেন।
রবীন্দ্র জাডেজা ১৭(১৮) রান তোলেন। মুম্বইয়ের হয়ে দীপক চাহার ১ টি, উইল জ্যাকস ১ টি ও বিজ্ঞেশ পুথুর ৩ টি করে উইকেট শিকার করেন। ১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে জয়ের হাসি হাসল চেন্নাই সুপার কিংস।