দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদ খোয়ালেন ইওল
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ কোরিয়া - শনিবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত করা হল ইউন সুক ইওলকে। সে দেশের সামরিক আইন (মার্শাল ’ল) জারির ঘোষণার পর থেকেই তাঁর বিরুদ্ধে বিক্ষোভ করেন দেশের অধিকাংশ। এরপরই ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটিতে হেরে গিয়ে প্রেসিডেন্ট পদ খোয়ালেন ইওল।
এদিন ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটিতে ইয়ুন সুক ইওলকে বরখাস্ত করার পক্ষে ভোট দেন ৩০০ আইনপ্রণেতার মধ্যে ২০৪ জন। বিপক্ষে ভোট দেন ৮৫ জন। ৩ জন আইনপ্রণেতা ভোট দান প্রক্রিয়া থেকে বিরত ছিলেন। আর ৮ টি ভোট বাতিল করা হয়। সুতরাং, ইওলের দল পিপ্লস পাওয়ার পার্টির একাংশ তাঁকে বরখাস্তের পক্ষে ভোট দিয়েছেন।
ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রস্তাব পাশ হওয়ায় প্রেসিডেন্টের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে ইওলকে। এখন তাঁর ভাগ্য ঝুলে রয়েছে সাংবিধানিক আদালতের ওপর। আদালতের রায়ের ওপর নির্ভর করছে ইওলের ভবিষ্যৎ। ততদিন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব সামলাবেন সে দেশের প্রধানমন্ত্রী হান ডাক-সু।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর ভাষণ দেওয়ার সময় ইওল জানিয়েছিলেন, সারা দেশে সামরিক আইন বলবৎ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রসঙ্গে ব্যাখ্যা দিয়ে তিনি জানান, দেশকে কমিউনিস্ট আগ্রাসন থেকে সুরক্ষা দিতে ও রাষ্ট্রবিরোধী শক্তি নির্মূল করতে সামরিক আইন জারি করা হবে। এরপরই তাঁর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয় দক্ষিণ কোরিয়া জুড়ে।