৬৭ টি গ্রাম নিয়ে নতুন জেলার নাম ঘোষণা যোগীর
নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ – নতুন বছরের জানুয়ারিতে মহাকুম্ভ মেলা হবে। তার আগেই প্রয়াগরাজ জেলা ভেঙে আরও একটি জেলা গঠন করল যোগী সরকার। ৪ টি ব্লক ও ৬৭ টি গ্রাম নিয়ে গঠিত নতুন জেলার নাম দেওয়া হয়েছে ‘মহাকুম্ভ মেলা’। উল্লেখ্য, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পরই এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ দিয়েছিলেন যোগী আদিত্যনাথ।
সূত্রের খবর, যাতে হিন্দু ধর্মাবলম্বীরা মহাকুম্ভ মেলা সুষ্ঠুভাবে আয়োজন করতে পারে, এর জন্য অস্থায়ীভাবে নতুন জেলা গঠন করা হয়েছে। তবে এই জেলা স্থায়ী জেলা নাকি অস্থায়ী, তা নিয়ে প্রশাসনের তরফ থেকে স্পষ্ট জানানো হয়নি। বিবৃতিতে জানানো হয়েছে, ‘মহাকুম্ভ মেলা’জেলায় নিযুক্ত হবেন নতুন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও নির্বাহী আধিকারিক।
প্রয়াগরাজের জেলাশাসক রবীন্দ্রকুমার এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, প্রয়াগরাজের ৪ টি মহকুমা ও ৬৭ টি গ্রাম মিলে ‘মহাকুম্ভ মেলা’জেলা গঠন করা হয়েছে। এর মধ্যে রয়েছে, সদর মহকুমার ২৫ টি গ্রাম, সোরাঁও মহকুমার ৩ টি গ্রাম, ফুলপুর মহকুমার ২০ টি গ্রাম ও করছনা মহকুমার ১৯ টি গ্রাম।