প্রয়াগরাজে সাধু-সন্তদের উপহার দিলেন যোগী, করলেন নৈশভোজও
নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ - আগামী ১৩ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মহাকুম্ভ মেলা। জোরকদমে চলছে প্রস্তুতি। প্রয়াগরাজের প্রায় সব আখড়ার সাধু-সন্তদের উপহার দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁদের সঙ্গে নৈশভোজও করলেন যোগী। উপহার পেয়ে আপ্লুত সাধু-সন্তরা।
সূত্রের খবর, প্রয়াগরাজের রেডিও ট্রেনিং হলে সাধু-সন্তদের জন্য নৈশভোজের আয়োজন করেন যোগী। মোট ২০ জন সাধু-সন্তকে আমন্ত্রণ জানানো হয়। উপস্থিত ছিলেন জুনা, নিরঞ্জনী, উদাবিস্ন বড়া, নির্মল, অগ্নি, অশ্বন, অটল, আনন্দ, নির্জনী আখড়ার সদস্য, ৩ বৌদ্ধ আখড়ার (নির্মোহী, দীগম্বর, নির্বাণী) সন্তরা।
নৈশভোজের মেনুতে ছিল মুগ ডাল, অড়হড় ডাল, শাক, পনির, আলু মেথি দিয়ে সোয়াবিন, মালাই কোফতা, কড়াইশুটির তরকারি, মুগের হালুয়া।
উল্লেখ্য, মহাকুম্ভ মেলায় বসানো হচ্ছে ‘অ্যান্টি-ড্রোন সিস্টেম’। জোর দেওয়া হচ্ছে সাইবার নিরাপত্তার উপরে। এমনকি সাইবার নিরাপত্তার জন্য বিশেষ দল গঠন করা হয়েছে। প্রয়াগরাজে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে ৪০ কোটি পুণ্যার্থীর জন্য ১৫ বর্গমাইল এলাকায় গড়ে তোলা হচ্ছে এক অস্থায়ী নগরী। যার আয়তন নিউইয়র্ক নগরের ম্যানহাটান বরো এলাকার দুই–তৃতীয়াংশ।
মেলা সংলগ্ন রাস্তার বিভিন্ন বিক্রেতা, রিকশা চালকদের পুলিশ ভেরিফিকেশন করা হয়েছে। আখড়া, মহামন্ডলেশ্বর, খালসা, ডান্ডিবারা, খাকচৌক এবং অন্যান্য প্রতিষ্ঠানের জন্য জমি বরাদ্দ করা হয়েছে। এবার কুম্ভমেলায় বাড়ানো হয়েছে স্টলের সংখ্যা। সাধুদের আখড়া, সরকারি ও বেসরকারি পরিষেবা সংস্থাকে ১০ হাজার স্থান দেওয়া হবে। ২০১৯ সালে দেওয়া হয়েছিল ৫৫০০ টি স্থান।