News details

image

25 October, 2024

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ইউটিউব বাবা

নির্যাতন : ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ইউটিউব বাবা,নির্যাতিতা জানান যে দীক্ষার নাম করে দিনের পর দিন ধর্ষণ করেন এই বাবা। অভিযুক্ত ব্যক্তিটি বৃন্দাবনের বাসিন্দা কিন্তু মেয়েটির সাথে তার দেখা হয় বীরভূমের একটি ধর্মীয় অনুষ্ঠানে। নির্যাতিতার মতে তার ইউটিউবে ভিডিও দেখে আকৃষ্ট হয়ে তিনি তার কাছে দীক্ষা নিতে যান এবং দীক্ষা দেওয়ার নাম করে দিনের পর দিন তাকে শারীরিক নির্যাতন করা হয়। দিনের পর দিন এই নির্যাতন সহ্য করতে না পেরে তিনি যখন প্রকাশ্যে আনার কথা বলেন তখন তাকে মুখ বন্ধ রাখার হুমকি দেওয়া হয়। শেষে এই শারীরিক ও মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে তিনি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। হসপিটালে তরফ থেকে পুলিশের কাছে খবরটি যায় এবং পরে সেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বিগত কয়েক মাস ধরে একের পর এক নারী নির্যাতনের ঘটনায় উত্তপ্ত দেশ তারপরেও কি হুশ ফেরানো যাচ্ছে অপরাধীদের। আইনি ব্যবস্থায় কোথাও ফাক থেকে যাচ্ছে না তো।