'ওটিতে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে', নির্দেশ মুখ্যমন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি, কলকাতা - মেদিনীপুরে স্যালাইনকাণ্ডে প্রসূতি মৃত্যুর জেরে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সেই নিয়ে জারি নয়া নির্দেশ সরকারি হাসপাতালের অপারেশন থিয়েটার পর্যন্ত লাগাতে হবে নজরদারি ক্যামেরা। এক্ষেত্রে কারও আপত্তি মানা হবে না। বৃহস্পতিবার স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে এই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, বৃহস্পতিবার স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে মিটিং করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানান অনেক জায়গায় অপারেশন থিয়েটারের আগে সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। এরপরেই জারি করেন নয়া নির্দেশ। এদিন তিনি বলেন, "এখন তো ডাক্তাররা যে চিকিৎসা করেন, তাঁরা টিভিতে দেখে নেন। রেকর্ডিংও করা থাকে। অপারেশন থিয়েটারের গেট পর্যন্ত কেন বসবে না সিসিটিভি? ভিতরেও থাকা উচিত বলে আমি মনে করি। যদি কোনও অবহেলার ঘটনা ঘটে, তাহলে সেটা ফৌজদারি অপরাধ। কেস টু কেস যাচাই করা যেতে পারে। কিন্তু সিস্টেম থাকা উচিত। রোগী অনেক সময় চায় না, বাইরে দেখানো হোক। আমরা দেখাব না। গেট পর্যন্ত কে যাচ্ছে, কে আসছে, কখন বেরোচ্ছে, কারা ওটি-তে যাচ্ছে, কতক্ষণ থাকছে, সেগুলি দেখার অধিকার নেই?"
এরপর চিকিৎসকদের ওপর ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, "আমাকে সিজার করতে বললে পারব না। আমি ডাক্তারি পড়িনি। আমি বিশেষজ্ঞ নই। মুখ্যসচিবও পারবেন না। স্বাস্থ্যসচিবও প্রশাসন দেখেন। একটা মানুষ বিপদে পড়লে ডাক্তারদের কাছে যায়। কিন্তু কাজ হচ্ছে না। এত নার্সিং স্টাফ, এত নতুন নতুন ভবন, এত মেডিক্যাল কলেজ বাড়ানো হয়েছে। তাঁদের উপর অন্যায় হলে দেখার দায়িত্ব আমাদের। তেমনই রোগী যাতে পরিষেবা পায় সেটা দেখার দায়িত্বও আমাদের সকলের।"