সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ
'ইয়ার্কি তোঃ' সাংবাদিক এর 'কোলে বসে পড়া' নিয়ে সাফাই CPIM নেতা তন্ময়ের।।
তারপর বলেন,
'যে আচরণ আমি করিনি,সেই আচরণ দলের ভাবমূর্তি ক্ষুন্ন করবে কী করে, আমি জানি না'
তন্ময় ভট্টাচাৰ্য
সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ,তাঁকে সাসপেন্ড সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের, অভিযোগ অস্বীকার তন্ময় বাবুর।।
মহিলা সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে প্রাক্তন বিধায়ককে সাসপেন্ড করল বেঙ্গল সিপিআই(এম)।।সাংবাদিক দাবি করেছেন যখন তিনি তার বাসভবনে তার সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন তখন তাকে স্পর্শ করেছিলেন।
ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) নেতা এবং প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি তরুণ মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগের পরে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে, কর্মকর্তারা রবিবার বলেছেন।
সাংবাদিক ফেসবুকে যান এবং ভট্টাচার্যকে অভিযুক্ত করেন, যিনি দমদম উত্তরের প্রাক্তন বিধায়ক, তার প্রতি অনুপযুক্ত অঙ্গভঙ্গি করেছেন। তিনি দাবি করেছেন যে সিপিআই(এম) নেতা তার বাসভবনে তার সাথে একটি সাক্ষাত্কার নেওয়ার সময় তার হাত ধরেছিলেন বা অনুপযুক্ত উপায়ে তাকে স্পর্শ করেছিলেন।।এবং তার কোলে বসে পড়েন।।তন্ময় বাবু নিজের অভিযোগ অস্বীকার করেছেন।।
যদিও মহিলা সাংবাদিকের অভিযোগ নিয়ে সুজন চক্রবর্তীর বক্তব্য, ‘আমি ফেসবুক লাইভ দেখেছি। দেখে খারাপ লেগেছে। কিন্তু আমরা অন্য দলের মতো নই। আমাদের পার্টিতে কিছু প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়া মেনেই আমরা পদক্ষেপ করব।’
আর দেবাংশু ভট্টাচার্য বলেন, ‘যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি বয়স্ক মানুষ। তন্ময়বাবুকে আমি সম্মান করতাম। এখন তাঁর বিরুদ্ধে এরকম একটা অভিযোগ। মেয়েটা যা বলল, ও কিন্তু এর আগেও সিপিএম নেতাদের খুব ভাল ইন্টারভিউ করেছে। সেরকম জায়গা থেকে যখন এরকম অভিযোগ আসছে, তখন মনে হয় না অভিযোগ করার পিছনে কোনও কারণ থাকতে পারে। ওর সঙ্গে ক্যামেরাম্যানও ছিল। দু’জন মানুষ ভুল দেখতে পারে না।’