News details

image

Rabi Mondal / 23 December, 2024

বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে সরব হিন্দু সুরক্ষা সমিতি, জোড়াফুলের বিরুদ্ধে রাজপথে প্রতিবাদী মিছিল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - হাসিনা সরকারের পতনের পর উত্তপ্ত বাংলাদেশ। মাথাচাড়া দিয়ে উঠেছে নানান সন্ত্রাসবাদী সংগঠন। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গকে করিডোর করে ভারতে ঢুকছে একাধিক জঙ্গি।এই অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি।

 সূত্রের খবর, সোমবার অনুপ্রবেশের বিরোধীতা করে প্রতিবাদী মিছিলের ডাক দিয়েছে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি। এই মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির কেন্দ্রীয় সহ সম্পাদক ও প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। এদিন প্রতিবাদ মিছিল তিনি বলেন, "সবাই জানে বাংলাদেশের মৌলবাদী নেতারা ও আলকায়দা প্রশিক্ষণ প্রাপ্ত জঙ্গিরা এই রাজ্যে ঢুকে পড়েছে। তাদের লক্ষ্য উত্তর-পূর্ব ভারত অর্থাৎ শিলিগুড়ির চিকেন নেক এইটা তাদের মূল টার্গেট। কেননা ভারতবর্ষের কয়েকটি রাজ্যের এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কয়েকটি দেশে যাওয়ার একমাত্র পথ শিলিগুড়ির এই চিকেন নেক, এই পয়েন্টটাকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে পারলে এবং তাদের দখলে আনতে পারলে অনায়াসে ভারতের ওপর চাপ সৃষ্টি করা যাবে এবং চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সঙ্গে অনায়াসে যোগাযোগ রাখা যাবে সেই কারণে এই চিকেন নেক পয়েন্টকে টার্গেট করছে।"

 রাহুল সিনহা আরও বলেন, "সম্প্রতি পাকিস্তানের জঙ্গি ক্যানিং থেকে ধরা পড়েছে। তার কাছ থেকেও অনেক তথ্য পাওয়া গেছে। রাজ্যের একাধিক বিধানসভায় তার আধার কার্ড ও ভোটার কার্ড আছে। রাজ্য সরকারের যে ইন্টেলিজেন্স এবং গাফিলতি প্রশাসনের মদতে এইসব হচ্ছে। জঙ্গিদের এখন আশ্রয় স্থল কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলা। অবিলম্বে রাজ্য প্রশাসনকে কেন্দ্রীয় জাতীয় নিরাপত্তা যারা আছে তাদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে হবে এবং এখনো পর্যন্ত যারা ধরা পড়েনি অবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে। বাংলাদেশে লাগাতার হিন্দুদের অত্যাচার করে চলেছে সে দেশে প্রশাসন এবং ইসকনের যিনি প্রভু আছেন চিন্ময় দাস তাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। হিন্দুদের মন্দির সুরক্ষিত করতে হবে।"