News details

image

Rabi Mondal / 18 December, 2024

স্বাস্থ্য পরীক্ষার পর মধ্যরাতে নিজাম প্যালেসে 'কালীঘাটের কাকু'

নিজস্ব প্রতিনিধি, কলকাতা - মঙ্গলবার হাইকোর্টে শুনানির পর সিবিআইয়ের হাতে গ্রেফতার সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। মঙ্গলবার রাতেই স্বাস্থ্য পরীক্ষার জন্যে প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখানে তাঁর স্বাস্থ‍্যপরীক্ষার পর মধ্যরাতেই নিজাম প্যালেসে নিয়ে আসা হয় কালীঘাটের কাকুকে।

 সূত্রের খবর, মঙ্গলবার হাইকোর্টের নির্দেশে ২১ ডিসেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবেন ‘কালীঘাটের কাকু’। নির্দেশের পরেই সুজয়কৃষ্ণকে নিজেদের হেফাজতে নিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগারে পৌঁছয় সিবিআই আধিকারিকরা। তার প্রায় ২ ঘণ্টা পরে আনা হয় অত্যাধুনিক অ্যাম্বুল‍্যান্স। এর পরে রাত ১২টা ৪৩ মিনিট নাগাদ স্বাস্থ্য পরীক্ষার জন্যে হুইলচেয়ারে করে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয় তাঁকে। এর পর রাত ২টো ৩০ মিনিট নাগাদ তাঁকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে।

 প্রসঙ্গত, সিবিআইয়ের দাবি মেনে মঙ্গলবার কালীঘাটের কাকুকে চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সেইসঙ্গে বেশ কিছু শর্তও দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ভর্তি করিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করে স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে। প্রতি দিন এক ঘণ্টার জন্য আইনজীবীর সঙ্গে কথা বলতে পারবেন ‘কালীঘাটের কাকু’। তবে, সিবিআই জেরার সময় আইনজীবীর সঙ্গে তিনি কোনও কথা বলতে পারবেন না বলে জানিয়েছে আদালত। তারপরই সুজয়কৃষ্ণ ভদ্রর ঠিকানা বদল নিয়ে শুরু হয় জল্পনা। অবশেষে রাতেই স্বাস্থ্য পরীক্ষার পর কালীঘাটের কাকুকে নিজাম প্যালেসে নিয়ে আসে সিবিআই।